কন্টেন্ট কি? কন্টেন্ট ক্রিয়েটর শিখে কিভাবে আয় করা যায়!

লাখ লাখ টাকার সেটাপ ছাড়াও ভাল ভিডিও কন্টেন্ট বানিয়ে ফেলা খুব আহামরি ব্যাপার মোটেও নয় ! ৫০টি ভিডিও মেইক করেছিলাম ভাঙ্গা ফোন দিয়েই,দরকার শুধু ইচ্ছাশক্তি!

আজকের এই লিখাটি পড়ার পর আপনি আত্নবিশ্বাসী হয়ে উঠবেন এবং খুব সহজেই আপনার হাতে থাকা ফোন দিয়ে ভিডিও কন্টেন্ট বানাতে পারবেন মাত্র এই সহজ ৩ উপায়ে।


১. স্ক্রিপ্ট : একটি দালানের ভিত্তি যেমন এর মজবুত পিলার,তেমনি একটি ভিডিওর ফাউন্ডেশন তার আকর্ষণীয় স্ক্রিপ্ট। যত ভিডিও আপনি দেখেন এবং খুব ভাল লাগে আপনার কাছে, সব ভিডিওর পিছনে একটি খুব সুন্দর স্ক্রিপ্ট কাজ করে।

স্ক্রিপ্ট যদি হুকিং না হয়,ইনফোরমেটিভ না হয়,ভ্যালুএবল না হয় এন্ড অডিয়েন্স যদি কানেক্ট করতে না পারে ,তাহলে আপনি লাখ টাকার সেটাপ ইউস করেও ভিডিও বানালে কেউ দেখবেনা,যেমন অনন্ত জলিলের দিন দ্য ডে সিনেমা, বাংলা সিনেমার ইতিহাসে সবচেয়ে আধুনিক গেজেট ইউস করে শুট করা, কিন্তু সিনেমার গল্প বা স্ক্রিপ্টে কোনো প্রান না থাকায় অডীয়েন্স তার সিনেমা গ্রহন করেনি।

এখান থেকে আপনি অনেক বড় একটা লেসন নিতে পারেন।

২. ভিডিও রেকর্ড : আপনাকে সবাই বোকা বলবেই,যদি আপনি কন্টেন্ট রেকর্ড করতে পারছেন না কেবল মাত্র একটি ভাল কেমেরার অভাবে।!
কারন আমাদের সবার হাতে থাকে স্মার্টফোন বর্তমানে খুবই পাওয়ারফুল এন্ড ক্যামেরা কোয়ালিটি খুব হাই ক্লাস।
আপনার হাতে থাকা ফোনটি দিয়েই কেমেরা অন করে ভিডীও রেকর্ড শুরু করে দিন।

এবার আসি লাইটের কথায়_____
আমি আপনাকে প্রশ্ন করি, শুরুটা শুরু করার জন্য কেন আপনার হাই ফাই লাইটিং লাগবে ? সুর্যের আলো ইজ এনাফ ফর দিস
পরবর্তীতে আপনার কন্টেন্ট অডিয়েন্স সাড়া দিতে শুরু করলে এরপর চিন্তা ভাবনা করবেন কেমন কি লাইট সেটাপ করে সব আপডেট করা যায়।

ইউটিউবে হিউজ টিউটোরিয়াল আছে লাইটিং সেটাপ সম্পর্কে,চট করে একটা দেখে ফেলুন এন্ড লাইট অর্ডার দিয়ে দিন দারাজে।ব্যস।
দ্যট মাচ ইজি।

৩. ভিডিও এডিট : একটা যুগ ছিল,ভিডিও এডিট ছিল ডাক্তারি করার মতো,স্পেশালিস্ট না হলে ফিতা কেটে কেটে জোড়াতালি দিয়ে ভিডিওর কাজ সম্পাদনা করা যেত না।
কিন্তু সেই দিন বাঘে খাইছে অনেক বছর আগে,আর আপনি এখনও বাঘকে ভয় পাচ্ছেন।
ধরে নিলাম পিসি দিয়ে এডিট করবেন না,ফাইন।
তবে ফোনে অনেক জোস জোশ এডিটিং সফটওয়্যার/এপ্স আছে,যা আপনি ১ মাস সময় দিলেই ব্যাসিক থেকে সব শিখে ফেলতে পারবেন।
যেমন - CapCut, KineMaster, Inshoot ইত্যাদি।

ব্যস, হয়ে গেল আপনার ভিডিও কন্টেন্ট মেক করা।
 
 
#content #content_creator #video_editing #video_maker
 



Post a Comment

0 Comments

Our Total Visitor's