আয় না হলে চ্যানেল বন্ধ করে দেবে ইউটিউব


OwnerTunes - YouTube

ভিডিও শেয়ারিং প্ল্যাটফরম ইউটিউব চ্যানেলগুলোর জন্য নতুন নীতিমালা চালু করছে কর্তৃপক্ষ। ইউটিউব তাদের ‘টার্মস অব সার্ভিসে’ পরিবর্তন আনার পর গত সপ্তাহ থেকে ব্যবহারকারীদের অবগতির জন্য তাদের কাছে নোটিফিকেশন পাঠিয়েছে। কিন্তু এ নতুন নীতিমালার একটি শর্ত দেখে অনেক ইউটিউব কনটেন্ট ক্রিয়েটররা চিন্তায় পড়ে গেছেন।   
 
নতুন নীতিমালার ‘অ্যাকাউন্ট সাসপেনশন অ্যান্ড টার্মিনেশন’ নামে বিভাগে বলা হয়েছে, যদি কোনো ইউটিউব চ্যানেলে আপলোড করা ভিডিও বা লাইভ স্ট্রিমিং ভিডিওর বিজ্ঞাপন থেকে ইউটিউব যথেষ্ট পরিমাণ অর্থ আয় করতে না পারে, তাহলে ওই সকল কনটেন্ট ক্রিয়েটরদের অ্যাকাউন্ট ইউটিউব ডিলিট করে দেবে।

এ লেখা থেকে বেশিরভাগ ইউটিউবাররাই স্পষ্ট কোনো বার্তা পাচ্ছেন না। আগামী ১০ ডিসেম্বর থেকে এই নিয়মটি কার্যকর হওয়ার কথা রয়েছে।

এখন সবার মনে একটাই প্রশ্ন, এই নিয়ম শুধু কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নাকি সকল ইউটিউব অ্যাকাউন্টধারীর জন্য কার্যকর হবে।

উল্লেখ্য, ২০১৮ সালে মনিটাইজেশন নীতিমালায় পরিবর্তন আনার পর বিশাল সংখ্যক সাবস্ক্রাইবার সমৃদ্ধ ইউটিউব চ্যানেলগুলোর কিছু না হলেও অনেক অখ্যাত ইউটিউব কনটেন্ট ক্রিয়েটররা তাদের চ্যানেল হারায়।

Post a Comment

0 Comments

Our Total Visitor's