ঝোঁকের আন্দোলন

আমরা শুধু চেয়ে চেয়ে দেখছি, কারণ আমরা বাংালী। দিনের পর দিন মিথ্যাচার, খুন-খারাপি, ধর্ষন-হত্যা অতপর দুর্ঘটনা! তারপর বেশ কয়েকটা দিন ঝোকের বশত: আন্দোলন। কি লাভ এসব করে যদি না সম্ভবপর হয় বন্ধের? সাম্প্রতিককাল এর উল্লিখিত স্কুল ছাত্র-ছাত্রীর মৃত্যু সড়ক দুর্ঘটনায়। দেশের প্রায় প্রতিটা অঞ্চলে ভালোই আন্দোলন চলছিল এটা বন্ধের! সরকার-মন্ত্রী জগত হয়তো সাময়িকী আন্দোলন বন্ধের উদ্দেশ্য করে ক্ষতিপুরণ ২০+২০ লাখ টাকা দুটি পরিবারবর্গ কে প্রদান করল। কিন্তু কোন উদ্দেগ নেওয়া হয়েছে কি প্রতিরোধের? পরিবার দুটিও সাদরে গ্রহণ করল প্রদানকৃত অর্থ। সমাধান কি এতেই? ২০ লাখ টাকার বিনিময়ে কি একট প্রাণ ফিরে পেল ওরা? অতএব সম্ভব না, যা হয়েছিল পুনরায় তাই হবে এই দেশে।

Post a Comment

0 Comments

Our Total Visitor's