বাজারে এল নতুন মাদারবোর্ড


বাজারে এল গিগাবাইটের নতুন মাদারবোর্ড

ইন্টেলের অষ্টম প্রজন্মের কোর প্রসেসর সমর্থিত গিগাবাইটের নতুন মাদারবোর্ড বাংলাদেশের বাজারে উন্মুক্ত করেছে প্রযুক্তিপণ্য পরিবেশক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস। আজ মঙ্গলবার বাংলাদেশ এক সংবাদ সম্মেলনে গিগাবাইট পন্যের অনুমোদিত পরিবেশক স্মার্ট টেকনোলজিসের পরিচালক জাফর আহমেদ এবং গিগাবাইটের কান্ট্রি ম্যানেজার খাজা মো. আনাস খান নতুন মাদারবোর্ড উন্মুক্ত করেন। 

অনুষ্ঠানে জাফর আহমেদ বলেন, ইন্টেল জেড ৩৭০ চিপসেটের ওপর ভিত্তি করে নতুন গিগাবাইট জেড ৩৭০ অ্যারোস মাদারবোর্ড তৈরি করেছে গিগাবাইট। মাদারবোর্ডটি একটি সার্ভার-গ্রেড ডিজিটাল পাওয়ার ডিজাইন দিয়ে সাজানো যা ইন্টেলের ৮ম প্রজন্মের কোর প্রসেসরগুলো পুরোপুরি সমর্থন করে। মাদারবোর্ডগুলো ৪১৩৩ মেগাহার্টজ মেমোরি মডিউলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

আনাস খান বলেন, মাদারবোর্ডগুলোর ইএসএস সাবরা ড্যাক, স্মার্ট ফ্যান ৫ এবং আরজিবি ফিউশনের মতো মৌলিক বৈশিষ্ট্যগুলো গেমারদের জন্য সুবিধা দেবে।

অনুষ্ঠানে গিগাবাইটের ৭টি নতুন মাদারবোর্ড উন্মোচন করা হয়। এর মধ্যে গেমিং ৭ এর দাম ২৬ হাজার টাকা, গেমিং ৫ এর দাম ২০ হাজার ৫০০ টাকা, গেমিং ৩ এর দাম ১৬ হাজার ৫০০ টকা, জেড ৩৭০ এক্সপিএসএলআইয়ের দাম ১৫ হাজার ৮০০ টাকা, জেড ৩৭০ এইচডি ৩ এর দাম ১৩ হাজার ৮০০ টাকা, জেড ৩৭০ এন ওয়াইফাই এর দাম ১৪ হাজার ৫০০ টাকা, জেড ৩৭০ এমএইচডি ৩ এর দাম ১২ হাজার ৫০০ টাকা।

Post a Comment

0 Comments

Our Total Visitor's